Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম


আজকে আমরা এই আর্টিকেলে জানব প্রফেশনাল ভাবে Freelancer.com‌ এ একটি অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। এবং আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি তাদের জন্য Freelancer.com এ অ্যাকাউন্ট খোলা গুরুত্বপূর্ণ। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
কারণ এখানে আপনি আপনার স্কিল কাজে লাগিয়ে কাজ করতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা এমাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন প্রফেশনাল ভাবে Freelancer.com এ কিভাবে একটি একাউন্ট খোলা যায়।

পেজ সূচিপত্র: Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম

যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করেন কিংবা মনে করছেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করব তাদের জন্য Freelancer.com এ একটি প্রফেশনাল একাউন্ট খোলা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি আপনার স্কিলকে কাজে লাগিয়ে আপনি এই Freelancer.com এ থেকে অনেক বায়ার সাথে কাজ করতে পারবেন এবং সেই কাজগুলো সঠিকভাবে কমপ্লিট করতে পারলে আপনি মাসে লক্ষ্যাদিক টাকার উপরে ইনকাম করতে পারবেন শুধু এই একটি সেক্টর থেকে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে একটি প্রফেশনাল ভাবে Freelancer.com এ অ্যাকাউন্ট খোলা খুবই প্রয়োজন। 
তো আজকেরে আর্টিকেল কি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন এবং freelancer.com এর প্রফেশনাল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সুন্দরভাবে এই আর্টিকেলটিতে জেনে যাবেন। আবার আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিয়েও আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো আর্টিকেলটি শহরে করুন ও দেখে নিন freelancer.com এ প্রফেশনাল নিয়মে কিভাবে একাউন্ট খুলবেন।

ফ্রিল্যান্সিং কি এবং Freelancer.com এ কেনো অ্যাকাউন্ট খুলবো

ফ্রিল্যান্সিং কি এবং Freelancer.com এ কেন একাউন্ট খুলবেন এটা অনেকের প্রশ্ন আসতে পারে। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই Freelancer.com এ আপনার একটি একাউন্ট খোলা কেন প্রয়োজন। প্রথমত আপনি আপনার স্কিলকে কাজে লাগিয়ে এই সাইট থেকে আপনি অনেক ধরনের কাজ পাবেন যেমন আপনি ফাইবার আপওয়ার্ক যে নিয়মে কাজ করে থাকেন কিংবা ওখান থেকে যে নিয়মে কাজ পান ঠিক সেই নিয়মে আপনি। Freelancer.com থেকে কাজ করে মাসে লক্ষাধিক টাকার উপরেও ইনকাম করতে পারবেন। 

এই যে মাসে লক্ষাধিক টাকার উপর ইনকাম করার জন্য হলেও আপনার Freelancer.com এ একটি অ্যাকাউন্ট থাকা খুবই প্রয়োজনীয়। তাই আজকে আমি আপনাদেরকে প্রফেশনাল নিয়মে একটি ফ্রিল্যান্সার একাউন্ট খুলে দেখাবো। Freelancer.com এ কাজ কিভাবে পাওয়া যায় সে সম্পর্কেও আলোচনা করব। ‌চলেন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন এবং কিভাবে একটি ফ্রিল্যান্সার একাউন্ট খোলা যায় ও কিভাবে কাজ পাওয়া যায় সে সম্পর্কে সুন্দরভাবে দেখে নিন ও জেনে নিন।

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ১

ফ্রিল্যান্সার ডটকমে একাউন্ট খোলার জন্য আপনাকে গুগল ক্রোমে গিয়ে ফ্রিল্যান্সার ডটকম লিখে সার্চ দিতে হবে এবং প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের ভেতরে ঢুকতে হবে। এবং হাতের টানে উপরে এক জায়গাতে সাইন আপ লেখার থাকবে সেই সাইন আপের উপরে ক্লিক করতে হবে এবং আপনার সুবিধার্থে আমি নিচে ইন্টারভিউ দেখিয়ে দিয়েছি। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এবং সাইন আপে ক্লিক করে আপনার প্রথম স্টেপের কাজটি সম্পন্ন করুন এবং দ্বিতীয় স্টেপে কি করতে হবে সেই কাজ করার জন্য আপনি প্রস্তুতি নেন। আর হ্যাঁ একটা কথা আমি বলে দেই এই ফ্রিল্যান্সার ডটকমে আপনি যে সকল ইনফরমেশন গুলো দিয়ে একাউন্ট তৈরি করবেন সেগুলো যেন আপনার ইন আইডি কার্ডের সঙ্গে সবগুলো সেম থাকে।

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ২

আপনি যদি এক নাম্বার স্টেপ কমপ্লিট করে আসেন তাহলে দ্বিতীয় নাম্বার স্টেপে আপনার সামনে নিচে দেওয়া ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখন এখানে আপনাকে আপনার ফুল নেম ও একটি জিমেইল এবং নিচে একটি পাসওয়ার্ড দিতে বলবে। আপনি যদি পারেন বিজনেস জিমেইল দিয়ে একাউন্ট করলে এটি শক্তপোক্ত একটি অ্যাকাউন্ট হবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্টক পাসওয়ার্ড দিতে হবে। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এবং সবগুলো সঠিকভাবে পূরণ করার পরে নিচে জয়েন নাও বাটনে ক্লিক করুন এবং দ্বিতীয় নাম্বার স্টেপ এর কাজ সম্পূর্ণ করুন। আবার আপনি যদি মনে করেন তাহলে আপনি সরাসরি আপনার কন্টিনিউ উইথ গুগল একাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন আবার যদি চান আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি দিয়েও ফ্রিল্যান্সার ডটকমে একাউন্ট তৈরি করতে পারবেন। আমি সাজেস্ট করব আপনারা সব সময় আপনাদের জিমেইল একাউন্টটি দিয়েই একাউন্টটি তৈরি করার চেষ্টা করবেন।

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ৩

এবার তৃতীয় নাম্বার স্টেপে এসে আপনার সামনে নিচে দেয়া ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এখন এখানে আপনাকে একটি ইউজারনেম সিলেক্ট করতে বলছে যে ইউজার নেমটি অন্যান্য ভাইয়েরা দেখতে পাবে। এবং এই ইউজার নামটি দেখে আপনার ফ্রিল্যান্সার একাউন্টে প্রবেশ করবে এবং আপনার অ্যাকাউন্টটি রিভিউ করে তারা মনে করলে আপনাকে কাজ দিতে পারবে। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এবং ইউজার নামটি আপনারা যদি পারেন আপনাদের ডোমের নাম দেয়ার চেষ্টা করবেন কিংবা আপনারা যে বিজনেস করছেন সে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী আপনারা আপনার রোজার নামটি দিতে পারেন। আবার চাইলে আপনার পার্সোনাল নামটা দিয়েও ইউজার নামটি দিতে পারবেন। এবং ইউজার নামটি দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করে তৃতীয় নাম্বার স্টেপ এর কাজ সম্পূর্ণ করুন। 

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ৪

এখন তিন নাম্বার স্টেপ এর কাজ কমপ্লিট করলে আপনাকে এখানে আপনি অ্যাকাউন্টটি কি কাজের জন্য তৈরি করবেন সেটি সিলেক্ট করতে বলবে। এবং নিচে যে ইন্টারফেস আছে তেমন একটি ইন্টারফেস আপনার সামনেও আসবে। এখানে আপনি যদি একজন ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তাহলে আই ওয়েন্ট টু ওয়ার্ক প্রথমকার টাই সিলেক্ট করবেন। মানে আপনি যদি সেখানে কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমটি সিলেক্ট করতে হবে। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এবং আপনি যদি একজন বার হন যেমন আপনি অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে চাচ্ছেন সে ক্ষেত্রে আপনি দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করবেন। তাহলে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটি বায়ার প্লান্চার একাউন্টের পরিণত হবে যেখান থেকে আপনি অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। আপনি কি করবেন সেটি আপনি সিলেট করুন এবং চতুর্থ স্টেপের কাজটি সম্পূর্ণ কমপ্লিট করুন।

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ৫

৫ নাম্বার স্টেপে আপনার সামনে ঠিক নিচে দেওয়া এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে আপনার স্কেল গুলা তুলে ধরতে হবে। যে আপনি freelancer.com এ কোন সেক্টরে এক্সপার্ট এবং কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন সে সম্পর্ক গুলো এখানে সুন্দরভাবে তুলে ধরতে হবে এবং আপনি কোন কোন স্কেলে এক্সপার্ট আছেন সে সকল স্কেল গুলো এখানে সুন্দরভাবে দিতে হবে। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
আপনি এখানে একসঙ্গে আপনার ২০ টি স্কিল ডেভেলপ করতে পারবেন। স্কীল গুলা এমনভাবে সিলেক্ট করবেন যে আপনি ঐ সকল কাজগুলো জানেন আপনি যদি ওই সকল কাজগুলো না জানেন তাহলে আপনি স্কিল সিলেক্ট করবেন না এতে পরবর্তীতে আপনার একাউন্টের সমস্যা হতে পারে। তো আপনি স্কেল গুলা সিলেক্ট করে নিচে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপের জন্য প্রস্তুত হোন। 

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ৬

এখন 6 নম্বর স্টেপে এসে আপনাকে একটি লিংক অ্যাকাউন্ট যোগ করতে হবে মানে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফ্রিল্যান্সার ডট কমে লিংক করতে পারেন আবার আপনি চাইলে লিন্ডিং অ্যাকাউন্টটিও যোগ করতে পারেন। এখানে আপনাকে যেকোনো একটি একাউন্ট যোগ করতে হবে এটা আপনার প্রফেশনালিটি বাড়ানোর জন্য। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এখন আমি সাজেস্ট করব আপনারা আপনাদের linking একাউন্টটি এখানে যোগ করুন কারন বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরের লিংক একাউন্টটি আমি মনে করি বেস্ট এবং অ্যাকাউন্টটি লিংক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন এবং প্রফেশনালি নিয়মে ফ্রিল্যান্সার ডটকমে একাউন্ট খোলার ছয় নাম্বার স্টেট টি সম্পূর্ণভাবে কমপ্লিট করুন। 

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ৭

এখন আপনি যদি 6 নাম্বার স্টেপে যে নিয়মে কাজ করতে বলেছি সে নিয়মে কাজটি কমপ্লিট করে আছেন তাহলে সাত নাম্বার স্টেপে এসে আপনার সামনে নিচে দেওয়া ঠিক এমন একটি ইন্টারফেস দেখাবে যেখানে আপনাকে। আপনার ইন আইডি কার্ড অনুযায়ী নাম এবং আপনি যদি আপনার লেনডিং একাউন্ট যোগ করে থাকেন তাহলে সেই একাউন্টে যে প্রোফাইল পিক দেয়া আছে সেটি এখানে শো করবে। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এবং আপনি যদি কোন একাউন্টটি যোগ করে না থাকেন তাহলে ওখানে একটি ফটো সিলেক্ট করে দিতে হবে। এবং সবগুলো সঠিকভাবে পূরণ করে আপনি নিচে নেক্সট বাটনে ক্লিক করুন এবং পরবর্তী স্টেপে জন্য প্রস্তুতি নিন এবং নিচে সুন্দরভাবে দেখে নিন পরবর্তী স্টেপে আপনাকে কি করা লাগবে। 

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ৮

আট নাম্বার স্টেপে এসে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে নিচে দেওয়া আছে। এবং এখানে আপনাকে আপনার এবাউট মানে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কোন কাজ খুব বেশি করেছেন এবং কোন কাজে খুব বেশি এক্সপার্ট সেটি সম্পর্কে একটু বলতে হবে এবং নিচে আপনার সম্পর্কে একটি ডেসক্রিপশন তৈরি করতে হবে। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এবং ডেসক্রিপশনটি এমনভাবে তৈরি করবেন যেন যেকোনো বার ডেসক্রিপশনটা পড়ে আপনাকে কাজ দিতে ইচ্ছুক হয় মানে ডেসক্রিপশনটি আপনাকে লোভনীয়ভাবে করতে হবে। ও ডিসক্রিপশনে সকল তথ্যগুলো আপনাকে সঠিক দিতে হবে এবং সত্যতা যাচাই করে দিতে হবে।

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ৯

এখন আপনি যদি আট নাম্বার স্টেট সম্পূর্ণ সঠিক নিয়মে কমপ্লিট করে আসেন তাহলে নয় নাম্বার স্টেপে আপনার সামনে নিচে দেয়া ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে আপনাকে আপনার এনআইডি অনুযায়ী আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে। অবশ্যই এখানে আপনার ইন আইডি কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে এটা এবং এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে বাই ডিফল্ট বাংলা সিলেক্ট করা থাকবে। কার সঙ্গে আপনি আরেকটি ইংরেজি সিলেক্ট করে দিয়ে দিবেন। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এবং সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পূরণ করে আপনি নিচে নেক্সট বাটনে ক্লিক করে এই নয় নাম্বার স্টেপের কাজটি কমপ্লিট করতে পারেন। এবং 10 নম্বর স্টেপে আপনার জন্য আপনি সম্পূর্ণ প্রস্তুতি নিন এবং ১০ নম্বর স্টেপের কাজটি কমপ্লিট করলে আপনার Freelancer.com এ একাউন্ট খোলার প্রায় ৮০ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে।

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম স্টেপ ১০

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সঠিক নিয়মে ফ্রিল্যান্সার ডটকমে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন এখন নয় নাম্বার স্টেপ কমপ্লিট করে আসলে ১০ নম্বর স্টেপে আপনার সামনে নিচে দেয়া ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
এবং এখন আপনাকে এখানে বলা হবে আপনি যে জিমেইল একাউন্টটি দিয়ে launcher.com এ একাউন্ট তৈরি করেছেন সেই জিমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে। আপনার gmail কি ওপেন করুন এবং সেই লিংকের উপরে ক্লিক করে ভেরিফাইয়ের কাজটি সম্পন্ন করুন।  আপনাদের সুবিধার্থে আমার জিমেইল একাউন্টটি ওপেন করে কোন লিংকে ক্লিক করতে হবে সেটি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতাছি। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
আপনি যদি আপনার জিমেইল এডুকে ভেরিফাই নাও বাট উনি ক্লিক করেন তাহলে আপনার সামনে প্রথমে যে ইন্টারফেস এসেছিলি ভেরিফাইয়ের জন্য সেখানে next বাটনটি ব্লু হয়ে যাবে মানে আপনাকে বলতাছে যে আপনি এবার নেক্সট বাটনে ক্লিক করতে পারেন নেক্সট বাটনে ক্লিক করে জিমেইল ভেরিফাই ১০ নাম্বার স্টেপের কাজটি সম্পন্ন করুন। 

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম লাস্ট স্টেপ

আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যদি আমার নিয়ম অনুসরণ করে একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে কিংবা আপনি যদি আমার নিয়ম অনুযায়ী ১০ নাম্বার স্টেপ এর কাজ সম্পূর্ণ কমপ্লিট করে জিমেইল ভেরিফাই করে আসেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং ডটকমে আপনার প্রফেশনাল ভাবে একটি একাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। 
এখন একাউন্টে ক্রিয়েট করার পরে আপনার সামনে প্রভাব মেসেজ আসবে যেখানে প্রেমেন্ট করার জন্য বলবে আপনি সে সকল ইন্টারফেস গুলো স্কিপ করে চলে যাবেন এবং পরবর্তীতে আপনাকে আপনার কোম্পানি নেম কবে শুরু করছেন কবে শেষ করছেন সে সকল ডিটেলস গুলো দিতে বলবেন। আপনার যদি কোন কোম্পানি থেকে থাকে তাহলে কোম্পানির ডিটেলস গুলো দিবেন এবং যদি সে সকল সেসব অল ইনফরমেশন যদি না থাকে তাহলে সবগুলো স্ক্রিপ করে চলে যাবেন। এবং আপনি এখন আপনার প্রোফাইলটা আপনার মনের মতন করে সেটআপ দিতে পারেন। 
Freelancer.com-এ-প্রফেশনাল-অ্যাকাউন্ট-খোলার-নিয়ম
আশা করবো আপনার প্রোফাইলটি সেটআপ দিতে কোন সমস্যা হবে না আপনি ফেসবুক ফাইবার আপয়ার কে যেভাবে আপনার প্রোফাইলটি সেটআপ দিয়েছেন সেম নিয়মে এখানেও আপনার প্রোফাইলটি সেটআপ দিতে পারেন। আরো সহজ করতে আপনার যদি ইতিমধ্যে কোন ফাইবার কিংবা আপনাকে একাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেই একাউন্টের ডিটেলস গুলো দিয়েও এখানে ফিলাপ করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন যে সকল ডিটেলস গুলো দিবেন সেগুলো যেন সবগুলো সত্য হয় এবং সত্যতা যাচাই করতে পারেন। 

Freelancer.com এ প্রফেশনাল অ্যাকাউন্ট খোলার নিয়ম - উপসংহার

আজকের আর্টিকেলটি কিংবা এই ব্লকটি পরে আশা করব আপনাদের অনেক উপকার হয়েছে এবং আজকের আর্টিকেলে আমি ফ্রিল্যান্সার ডটকমে একটি প্রফেশনাল একাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেখানে কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। এখন আপনারা চাইলে খুব সহজে প্রফেশনাল ভাবে একটি ফ্রিল্যান্সার ডট কমে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখানে কাজ করে মাসে আপনি লক্ষাধিক টাকার উপরে ইনকাম করতে পারবেন। 

আর কি ফ্রিল্যান্সার ডটকম এটা নিয়ে আমার মতামত হচ্ছে যে আপনারা যদি আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে মার্কেটপ্লেসে কাজের জন্য আপনাকে ফ্রিল্যান্সার ডটকমে একটি অ্যাকাউন্ট খুলতেই হবে। সিল্যানছারদের মার্কেটপ্লেস এর মধ্যে বড় মার্কেটপ্লেস বললেও চলে ফ্রিল্যান্সার ডটকম। এখানে আপনি প্রায় ৫ হাজার প্লাস কাজের জব পাবেন যে কাজগুলো কমপ্লিট করলে আপনি প্রায় লক্ষাধিক টাকার উপরে ইনকাম করতে পারবেন প্রতিমাসে। এবং ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় মার্কেটপ্লেস দের মধ্যে একটি বললে চলে। এতক্ষণ যারা আর্টিকেলটি পড়ে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url