দুবাই লটারি কিভাবে কিনবো - সহজ উপায় গুলো দেখে নিন
দুবাই লটারি কিভাবে কিনবো? ও দুবাই লটারি কেনার সহজ উপায় গুলো দেখে নিন এই
আর্টিকেলে। বাংলাদেশ এবং দেশের বাইরে এমন অনেকে আছেন যারা দুবাইয়ের লটারি কিনতে
চান কিন্তু কিভাবে কিনবেন সে সম্পর্কে কিছুই জানেন না সেজন্য হয়তো গুগলে সার্চ
করেন।
তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে কিভাবে দুবাইয়ের লটারি কিনবেন সে সম্পর্কে
বিস্তারিত আলোচনা করব আরো আলোচনা করব কিভাবে পুরস্কার হাতে নিবেন কিভাবে ড্র হয়
সে সকল সম্পর্কে আলোচনা করব।
পেজ সূচিপত্র:দুবাই লটারি কিভাবে কিনবো - সহজ উপায় গুলো দেখে নিন
- দুবাই লটারি কিভাবে কিনবো
- দুবাই লটারি কেনার সহজ উপায় কি
- দুবাই লটারি কিভাবে খেলব
- দুবাই লটারি টিকিটের দাম কত
- দুবাই বিগ টিকিটের দাম কত
- দুবাই লটারি জিতলে কি ট্যাক্স দিতে হয়
- দুবাই লটারি ড্র হলে কিভাবে জানতে পারবেন
- দুবাই লটারি কিনতে কি কি লাগে
- দুবাই লটারির পুরস্কার কিভাবে দেয়
- দুবাই লটারি কিনব কিভাবে - উপসংহার
দুবাই লটারি কিভাবে কিনবো
দুবাই লটারি কিভাবে কিনবো? আজকের এই আর্টিকেলে যারা দুবাইতে বসবাস করেন কিংবা
দুবাইতে আছেন তারা দুবাইয়ের সচরাচর লটারিগুলা কিভাবে কিনবেন সেই সম্পর্কে আজকে
আমি সুন্দরভাবে আলোচনা করব এই আর্টিকেলটিতে। প্রধানত দুবাই লটারি আপনি দুইভাবে
কিনতে পারবেন। ও সেই লটারিতে আপনার ভাগ্য পরীক্ষা করা হবে। তো কোন দুই ভাবে
কিনতে পারবেন:
- অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন
- দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে কিন্তে পারবেন
- আরো পড়ুনঃ বাহরাইন যেতে কত টাকা লাগে
আবার আপনি যদি মনে করেন অনলাইনের মাধ্যমে কিনব সেটাও পারবেন অনলাইনের মাধ্যমে
কিনতে হলে কিভাবে কিনতে হয়। গুগলে গিয়ে সার্চ করতে হবে Dubai duty free
website ---- big ticket website আপনি চাইলে এই দুইটি ওয়েবসাইটের
মাধ্যমে দুবাই লটারি খুব সহজে কিনতে পারবেন। নিচের সেকশনে আরো সহজ উপায়ে
আলোচনা করব। কিভাবে দুবাই টিকিট কেনা যায়।
দুবাই লটারি কেনার সহজ উপায় কি
দুবাই লটারি কিভাবে কিনবো ও দুবাই লটারি কেনার সহজ উপায় গুলো দেখে নিন। আপনি
যদি খুব সহজে দুবাই লটারি কিনতে চান তাহলে আপনার একটি স্মার্ট ফোন প্রয়োজন
হবে। এবং স্মার্টফোনটি থাকলে খুব সহজে যেখান থেকে খুশি সেখানে থেকেই দুবাই
লটারি কিনতে পারবেন। তো এখন হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিভাবে দুবাই লটারি
কিনবেন বুঝে নেন।
প্রথমত আপনাকে গুগল ক্রোমে গিয়ে Dubai duty free website ---- big ticket
website এই দুইটা ওয়েবসাইটে যেখানে একটু ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবং
এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আপনার নাম আপনার ইমেইল দিয়ে এবং আরো যে সকল
ইনফরমেশন গুলো যাবে সেগুলো দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। সেখান থেকে
লটারি কেনার অনেকগুলো অপশন আসবে আপনি যে ধরনের লটারি কিনতে যাচ্ছেন সে ধরনের
লটারি খুব সহজে কিনতে পারবেন।
দুবাই লটারি কিভাবে খেলব
দুবাই লটারি কিভাবে কিনবো উপরে হয়তো দেখে এসেছেন এখন অনেকেই প্রশ্ন করে যে
ভাই লটারি তো কিনলাম তো লটারি কিভাবে খেলব। প্রথমত আমি বলব ভাই দুবাই লটারি
খেলা লাগেনা যে রকম বাংলাদেশের লটারি দিনের অনেক খেলা আছে এটাতে খেলা লাগেনা
এটা শুধু আপনি কিনবেন কিনলেই হবে। দুবাই লটারি কেনার সময় আপনাকে একটি তারা
ডেট দিয়ে দিবে যে এই তারিখে ড্র হবে।
আপনি শুধু ওই তারিখে অপেক্ষায় থাকবেন। এবং যে সময় ড্র হবে সেই সময় চাইলে
আপনি তাদের ফেসবুকে লাইভ দেখতে পারবেন এবং ড্র শেষে যে কয়জন বিজয়ী হবে
তাদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং টিকিট কয়ের সময় যে সকল
ইনফরমেশন গুলো দিয়েছে সে ইনফরমেশন এর সাহায্যে বিজয়ের সঙ্গে যোগাযোগ করা
হবে। এবং তার বিজয়ী পুরস্কার তার হাতে স্থানান্তর করে দিবে। এখন হয়তো বুঝতে
পেরেছেন দুবাই লটারি কিভাবে খেলবেন।
দুবাই লটারি টিকিটের দাম কত
দুবাই লটারি টিকিটের দাম কত। এই আর্টিকেলটি পড়ে তো অনেক কিছুই জানতে পারলাম
এখন কথা হচ্ছে দুবাই লটারি টিকিটের দাম কত এটা হয়তো অনেকেই জানেন না। এই
সেকশনে আমি দুবাই লটারি টিকিটের দাম কত সেই সম্পর্কে আলোচনা করব ও বলে দিব
কোন টিকিটের দাম কত টাকা। আর একটা কথা বলেনি দুবাইতে জনপ্রিয় তিনটি লটারি সব
সময় ক্রয়-বিক্রয় হয়ে থাকে। আরো আছে কিন্তু যে তিনটি জনপ্রিয় সে দুটি
সম্পর্কেই বলি।
- আরো পড়ুনঃ ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম
- Dubai Duty Free Lottery - (১০০০ দিরহাম)
- Big Ticket Abu Dhabi - (৫০০ দিরহাম)
- Mahzooz Lottery - (৩৫ দিরহাম)
দুবাইতে সচরাচর এই তিনটি লটারি জনপ্রিয়। আর এই লটারি গুলোই প্রতিনিয়ত
অনেক মানুষ কিনছে। আর এই লটারিগুলো কত টাকা দাম সে সম্পর্কেও আলোচনা করলাম।
আপনারা যদি এখন মনে করেন যে এক হাজার দিরহাম বাংলাদেশ টাকায় কত টাকা।
google এ গিয়ে সার্চ দিলেই ১০০০ দিলাম বিডি টাকা তাহলে ওখানে বলে দেবে যে
১০০০ দিরহামে কত টাকা বাংলাদেশী টাকায়। তাহলে হয়তো বুঝতে পেরেছেন দুবাই
টিকিটের দাম কত টাকা।
দুবাই বিগ টিকিটের দাম কত
ওপরে সে শুনে আমি আলোচনা করেছি এবং বলে দিয়েছি কোন টিকিটের দাম কত টাকা।
এখানে আবারও বলছি যে দুবাই বিগ টিকেটের দাম দুবাইয়ের টাকায় বলতে গেলে অনেক
কমই কিন্তু এই টাকা যদি আপনি আবার বাংলাদেশে স্পা আপার সঙ্গে তুলনা করেন
তাহলে অনেক বেশি টাকা যেমন একটি লোকের এক মাসের বেতনও হয়ে যেতে পারে
বাংলাদেশি টাকার জন্য তুলনা করলে। তো চলুন দেখে নেয়া যাক যে দুবাই বিগ টিকিট
এর দাম কত এবং বাংলাদেশী টাকায় এই টিকিটটির মূল্য কত টাকা।
- Big Ticket Abu Dhabi - (৫০০ দিরহাম)
- বাংলাদেশি টাকায় - (৫০০*৩২.৯৩)= ১৬,৪৬৫ টাকা
বর্তমানে একদিন হাম বাংলাদেশের ৩২.৯৩ টাকা আর দুবাইয়ের বিগ টিকিট এর দাম
৫০০ দিরহাম। ৫০০ দিরহামকে ৩২.৯৩ টাকা দিয়ে গুন করলে আসে ১৬,৪৬৫ টাকা। আর
১৬,৪৬৫ টাকাই হল দুবাইয়ের বিগ টিকিটের মূল্য বাংলাদেশি টাকায়। এখন হয়তো
আপনারা আরো সহজ ভাবে বুঝতে পেরেছেন দুবাইয়ের বিগ টিকিটের মূল্য কত এবং
বাংলাদেশী টাকায় দুবাইয়ের বিগ টিকিটের মূল্য কত। আরো এর সাথে অফার পেতে
পারেন যদি দুইটা থেকে তিনটা একসঙ্গে কিনেন।
দুবাই লটারি জিতলে কি ট্যাক্স দিতে হয়
দুবাই লটারি কেনার সহজ উপায় গুলো দেখেছেন তো। এখন এখানে বলছে যে দুবাই লটারি
জিতলে কি ট্যাক্স দিতে হয়। এই বিষয়টা জানা সবারই প্রয়োজন যে দুবাইতে লটারি
জিতলে কি দুবাই সরকারকে ট্যাক্স দিতে হয়। আবার সেই টাকা যদি বাংলাদেশে নিয়ে
আসতে চাই তাহলে কি আবার বাংলাদেশ সরকার কেউ ট্যাক্স দিতে হবে সে সম্পর্কে
আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলব তোর নিচে দেখে নিন যে ট্যাক্স দিতে হয়
কিনা। এখন আমি একটা কথা বলি যে হ্যাঁ ট্যাক্স দিতে হবে দুইটি সরকারকে।
- আরো পড়ুনঃ লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট
প্রথমত আপনি যদি দুবাইয়ে অবস্থান করে সে দেশের লটারি দিতে থাকেন তাহলে দুবাই
সরকারকে আপনি যত টাকা দিতে থাকবেন সেখান থেকে ১% দুবাই সরকার কে দিতে হবে।
তারপরে আপনি সেই লটারির টাকাটি হাতে পাবেন। এবং আপনি যদি একজন বাংলাদেশী
নাগরিক হয়ে থাকেন এবং দুবাইতে সেই লটারি দিতে থাকেন তাহলে সেই লটারির টাকা
বাংলাদেশে পাঠালে কি বাংলাদেশ সরকারের একটা এক্স দেয়া লাগবে। হ্যাঁ বাংলাদেশ
সরকারকে ট্যাক্স দেয়া লাগবে। বাংলাদেশ সরকারের ট্যাক্স এর নিয়ম কত টাকায়
ট্যাক্স দেয়া লাগবে তারপরে গান সেই টাকা আপনি বাংলাদেশ আপনার বাসাতে পাঠাতে
পারবেন।
দুবাই লটারি ড্র হলে কিভাবে জানতে পারবেন
আমরা ইতিমধ্যে এই আর্টিকেলটি পড়ে দুবাই লটারি কিভাবে কিনবো সেই সম্পর্কে
জেনে এসেছি আরো জেনে এসেছি দুবাই লটারি কেনার সহজ উপায় গুলো। এখন কথা হচ্ছে
দুবাই লটারি ড্র হলে কিভাবে জানতে পারবেন। এই প্রশ্ন তো অনেকের মনে থেকে
থাকে। তো আমি এই সেকশনটিতে বোঝানোর চেষ্টা করব যে দুবাই লটারি ড্র হলে আপনি
কিভাবে জানতে পারবেন সেই সম্পর্কে। তারপরেও কিন্তু আমি উপরে বলে এসেছি ড্র
হলে কিভাবে জানতে পারবেন।
এখানে আরো সহজ ভাবে আমি বুঝিয়ে দেই যে আপনি তখন দুবাই টিকিট ক্রয় করবেন তখন
টিকিট ক্রয়ের সময় ওখানে আপনার সম্পূর্ণ ডিটেলস নিয়ে নেবে। যেমন আপনার
পাসপোর্ট পাসপোর্ট নাম্বার আপনার ফোন নাম্বার আপনার জিমেইল নাম্বার এবং কি
আপনি কোথায় থাকেন সেখানকার ঠিকানাটি নিয়ে নিবে। পরবর্তীতে যেদিন ড্র হবে
সেদিন তাদের ফেসবুকে কিংবা ইউটিউবে সরাসরি লাইভ হবে। আপনি চাইলে লাইভ দেখতে
পারেন এবং আপনি যদি জিতে থাকেন তাহলে তারাই আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার
পার্সোনাল ফোন নাম্বার দিয়ে কিনবা আপনার জিমেইলে একটি মেসেজ পাঠিয়ে দিবে।
দুবাই লটারি কিনতে কি কি লাগে
দুবাই লটারি কিনতে কি কি লাগে? এটি একটি ভালো প্রশ্ন কারণ বাংলাদেশের যে সকল
লোকজনেরা দুবাইতে আছেন কিংবা কাজের জন্য গিয়েছেন তারা চাইলে লটারি কিনতে
পারবেন। এবং লটারি কেনার জন্য আপনাদের কি কি প্রয়োজন সেই গুলো নিয়েই আমি এই
সেকশনটিতে সুন্দরভাবে আলোচনা করব। তো দেখে নিন যে দুবাই লটারি কেনার জন্য কি
কি প্রয়োজন।
আপনার পাসপোর্ট প্রয়োজন
- ওই দেশের মোবাইল নাম্বারটি প্রয়োজন
- একটি জিমেইল একাউন্ট প্রয়োজন
- ওই দেশে কোন কোম্পানিতে কাজ করছেন যে কোম্পানির চুক্তিপত্র প্রয়োজন
- এনআইডি কার্ড প্রয়োজন
আপনি ওই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দুবাই লটারি ক্রয় করতে চান
তাহলে আপনার এ সকল জিনিসপত্র গুলো প্রয়োজন হবে। এবং আপনি যদি চান তাহলে
অনলাইনের মাধ্যমেও দুবাই লটারি টিকিট ক্রয় করতে পারবেন। অনলাইনে কিভাবে
ক্রয় করবেন সেটি দেখে নিন এবং অনলাইনে ক্রয় করতে কি কি প্রয়োজন সেগুলো
দেখে নিন।
- Dubai duty free website ---- big ticket website
- এই দুইটা ওয়েবসাইটে যেকোনো একটি ওয়েব সাইটে প্রবেশ করতে হবে
- একটি অ্যাকাউন্ট খুলতে হবে
- একাউন্টে প্রোফাইল সেটআপ দিতে হবে এবং
- যে সকল ইনফরমেশন গুলো দিতে বলবে সবগুলো সঠিক দিতে হবে
- এরপর আপনার মাস্টার কার্ড ভিসা কার্ড কিংবা ব্যাংক একাউন্ট থাকলে তার সঙ্গে লিংক করতে হবে
- এবং সবগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি তখন দুবাই টিকিট ক্রয় করতে পারবেন খুব সহজে
এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন যে দুবাই টিকিট কিনতে কি কি প্রয়োজন এবং সহজ
উপায় গুলো কি কি সবগুলো বুঝতে পারলেন। এর মধ্যে সহজ উপায় হচ্ছে অনলাইনের
মাধ্যমে ক্রয় করা এখানে ক্রয় করলে আপনাকে আন্তর্জাতিক বিমানবন্দরে না
গিয়েই আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিনতে পারছেন। তাহলে এটাই তো
দুবাই টিকিট কেনার সহজ উপায় গুলোর মধ্যে একটি। নিচের সেকশনটি পড়ার জন্য
প্রস্তুতি হন এবং নিচের সেশনটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে।
দুবাই লটারির পুরস্কার কিভাবে দেয়
আমরা ইতিমধ্যেই এই আর্টিকেলটি পড়ে জেনে এসেছি দুবাই লটারি কিভাবে কিনব এবং
দুবাই লটারি কেনার সহজ উপায় গুলো দেখেছি। এখন কথা হচ্ছে দুবাই লটারি কিনলাম
এবং কিনে ড্র এর পরে আমি পুরস্কারও জিতেছে। সেই পুরস্কারটি কিভাবে দেয় এবং
আপনার হাতে কিভাবে আসবে সেই সকল সম্পর্কে রিসেকশনটিতে আপনাদেরকে বোঝানোর
চেষ্টা করব। প্রথমে আমি বলব যে সেই পুরস্কারটি যদি আপনি জিতে থাকেন তাহলে সেই
পুরস্কারটি একমাত্র আপনার হাতে ব্যতীত অন্য কারো হাতে দেবে না। এবং
পুরস্কারটি ভেরিফাই করার জন্য আপনাকে সেখানে যেতে হবে।
এবং সেখানে আপনার হাতে মাস্ট বি সেই লটারি থাকা লাগবে এবং টিকিট ক্রয়ের সময়
যে সকল ইনফরমেশনগুলো দিয়েছিলেন সে সকল ইনফরমেশনগুলোর প্রমাণ দিতে হবে। যেমন
আপনার মোবাইল নাম্বারে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটি তাদের দিতে
হবে এবং আপনার জিমেইলের মাধ্যমে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। সকল
ভেরিফিকেশন কোড দিয়ে সম্পূর্ণ হয়ে গেলে আপনি তাদের থেকে পুরস্কারটি মনে
করলে নিজের হাতে নিয়ে নিতে পারবেন এবং যদি মনে করেন আপনার ব্যাংক
অ্যাকাউন্টের মাধ্যমে নিবেন সেটাও পারবেন খুব সহজে। এখন হয়তো বুঝতে পেরেছেন
কিভাবে দুবাই লটারির পুরস্কার দেয়।
দুবাই লটারি কিভাবে কিনবো - উপসংহার
আজকের এই আর্টিকেলটি পড়ে আপনারা জেনেছেন যে দুবাই লটারি কিভাবে কিনবো আরো
জেনেছেন দুবাই লটারি কেনার সহজ উপায় গুলো দেখে নিন কিংবা দেখে নিয়েছেন। এখন
কথা হচ্ছে দুবাই লটারি কিনলেই যে আপনি পুরস্কার পাবেন এটা কোন কথা নেই এটা
আপনাকে কিনতে হবে এবং এটা কিনা আপনার ভাগ্য পরীক্ষা করতে হবে। আপনার ভাগ্য
যদি ভালো থাকে তাহলে আপনি পুরস্কার পেতে পারেন এবং ভাগ্য যদি খারাপ থাকে
তাহলে আপনার টাকাটাই বৃথা যাবে।
- আরো পড়ুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৫
দুবাই লটারি কিভাবে কিনবো এটা সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে যে আপনারা যারা
লোভে পড়ে এই দুবাই লটারি কিনেন তারা একদম বোকা। কারণ এই লটারিটা তো শুধু
আপনি ক্রয় করেননি আপনার মত হাজার হাজার মানুষ ক্রয় করেছে। এর মধ্যে তো আপনি
পুরস্কার পাবেন এর তো কোনো কথা নেই। এবং দুবাই লটারি র মূল্য যত টাকা
বাংলাদেশী টাকা হিসাব করলে একটি ফ্যামিলি চলে যাবে এক মাস এত টাকা। তাহলে কি
দরকার আজারী টাকাগুলো নষ্ট করার। আপনি লটারি কেনার চেয়েছি টাকাগুলো যদি জমান
তাও অনেক টাকা হবে। সাপোজ আপনি যদি প্রতি মাসে একটি করে লটারি খেলেন তাহলে
বছরে আপনার প্রায় 2 লক্ষ টাকার মতন লটারি তে চলে যাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url