ডার্ক ওয়েব কী এবং কিভাবে কাজ করে - Dark web
ডার্ক ওয়েব কি এবং কিভাবে কাজ করে? ডার্ক ওয়েব হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর একটি
অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনে সূচিবদ্ধ করা যায় না। আবার ইন্টারনেটের একটি
বিশাল অংশ বা বৈধ ও অবৈধ কাজ করার প্ল্যাটফর্ম। যেখানে আপনার পরিচয় গোপন থাকে।
ডার্ক ওয়েব কি এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিব এবং এখানে
কিভাবে কাজ করে কিভাবে প্রবেশ করতে হয়। সে বিষয়েও আলোচনা করব। তো দেরি না করে
জেনে নেয়া যাক ও বুঝে নেয়া যাক ডার্ক ওয়েব সম্পর্কে।
পেজ সূচিপত্র: ডার্ক ওয়েব কী এবং কিভাবে কাজ করে
- ডার্ক ওয়েব কী এবং কিভাবে কাজ করে
- ডার্ক ওয়েব ও ডীপ ওয়েবের পার্থক্য কী
- ডার্ক ওয়েবে কিভাবে প্রবেশ করা যায়
- ডার্ক ওয়েবে কী ধরনের সাইট থাকে
- ডার্ক ওয়েবে কাজ করে আয় করা যায় কি
- ডার্ক ওয়েব ব্যবহার কি নিরাপদ
- ডার্ক ওয়েবে কোন কোন লিগ্যাল সাইট আছে
- Tor Browser কী এবং কেন দরকার
- ডার্ক ওয়েব ব্যবহার করলে কি পুলিশ ট্র্যাক করতে পারে
- ডার্ক ওয়েবে প্রবেশ করা কি আইন নিষিদ্ধ
- ডার্ক ওয়েব কী এবং কিভাবে কাজ করে - উপসংহার
ডার্ক ওয়েব কী এবং কিভাবে কাজ করে
ডার্ক ওয়েব কি এবং কিভাবে কাজ করে? ডার্ক ওয়েব হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর
একটি অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনে সূচিবদ্ধ করা যায় না। ডার্ক ওয়েবে
প্রবেশ করার জন্য আপনাকে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। কারণ আপনারা জানেন যে
google ক্রোম ব্রাউজার কিংবা অন্যান্য ইন্টারনেট ব্লাউজার থেকে আপনারা ডার্ক
ওয়েব এ প্রবেশ করতে পারবেন না। ডার্ক ওয়েব এক্সেস করার জন্য বিশেষ কিছু
সফটওয়্যার ব্যবহার করা হয়। এবং সেই সফটওয়্যার গুলো ব্যতীত আপনি ডার্ক ওয়েব
করতে পারবেন না। আর ডার্ক ওয়েব হল ইন্টারনেট জগতের ঘুমন্ত রাজ্য বললে চলে।
- আরো পড়ুনঃ ২০২৫ সালের টপ ১০ টি প্রিমিয়াম অ্যাপ
ডার্ক ওয়েব কিভাবে কাজ করে? প্রথমত বলি যে ডার্ক ওয়েব ইন্টারনেটের একটি লুকানো
অংশ, যা সাধারণ ছাস ইঞ্জিনে এক্সেস করা যায় না কিংবা ইনডেক্স করা যায় না। এই
ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে কিংবা এডার্ক ওয়েব এ প্রবেশ করতে বিশেষ কিছু
ব্রাউজার ব্যবহার করা হয়। ডার্ক ওয়েব সাধারণত একটি অনীতিভুক্ত এবং বেনামী
নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। যা ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখতে সাহায্য করে
এবং কোন অবৈধ কাজ করলে সেই কাজে সফলতা আনতে সাহায্য করে। যেমন অবৈধ পণ্য যেগুলো
সরাসরি বিক্রয় করা যায় না সেগুলো ডার্ক ওয়েব এর মাধ্যমে ক্রয় বিক্রয় করা
হয়।
ডার্ক ওয়েব ও ডীপ ওয়েবের পার্থক্য কী
ডার্ক ওয়েব ও ডিপ ওয়েব এর মধ্যে পার্থক্য কি? ডার্ক ওয়েব কি এটা তো আপনারা আগে
জেনেছেন। তাও আমি বলি যে ডার্ক ওয়েব এ আপনি কাজ করলে আপনার পরিচয় গোপন রাখতে
সাহায্য করবে। যেমন আপনার ব্যক্তিগত পরিচয় আপনার ফোন নাম্বার ইমেইল নাম্বার
আপনার বাসার ঠিকানা ব্যাংক ডিটেলস এ সকল বিষয়গুলো ডার্ক ওয়েব গোপন রাখবে। এবং
আপনি ডার্ক ওয়েব এ যে কাজই করেন না কেন সে কাজ আপনি ব্যতীত অন্য কেউ জানবে না যে
এই কাজটি আপনি করেছেন। এখন আপনারা বলতে পারেন ডার্ক ওয়েব ডিপ ওয়েব এর একটি অংশ।
ডিপ ওয়েব কি? ডিপ ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ যা সার্চ ইঞ্জিল দ্বারা সূচিবদ্ধ
করা হয় না। ডিপ ওয়েব ইন্টারনেটের একটি বিশাল অংশ যা ব্যবহারকারীদের কাছে
দৃশ্যমান নয়। ডিপ ওয়েব ব্যবহার করার জন্য কিংবা এক্সেস করার জন্য লগইন তথ্যের
প্রয়োজন হয় কিংবা হতে পারে। এখন আমরা বলতে পারি ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব এই
দুটি ভিন্ন। ডিপ ওয়েব ইন্টারনেটের সেই অংশ যা সাধারন সার্চ ইঞ্জিনে যেমন google
বা বিং ইয়াহু দ্বারা সূচিবদ্ধ করা হয় না। এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য
ডাটাবে জ অনলাইন ব্যাংকিং এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য থাকে যা একটি সাধারণ
মানুষের জন্য উন্মুক্ত নয়।
ডার্ক ওয়েবে কিভাবে প্রবেশ করা যায়
ডার্ক ওয়েবে কিভাবে প্রবেশ করা যায়? ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটি অংশ
যা সাধারন ব্রাউজার দিয়ে খুঁজে পাওয়া যায় না এবং এটি বিশেষ সফটওয়্যার টুর
দিয়ে এক্সেস করতে হয়। এখানে অনেক বৈধ তথ্য থাকে যেমন গবেষণার জন্য সিকিউরিটি
চ্যানেল কিন্তু একই সঙ্গে অবৈধ কার্যকলাপও অনেক বেশি হয়। তো আজকে আপনাদেরকে আমি
ডার্ক ওয়েব এ প্রবেশ করার জন্য কিছু সফটওয়্যার এর নাম দিয়ে দিব এবং কিভাবে
প্রবেশ করবেন সে বিষয়ে সুন্দরভাবে ধারণা দিয়ে দিব।
- আরো পড়ুনঃ অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম
ডার্ক ওয়েব এ প্রবেশ করার নিরাপদ উপায় সুন্দরভাবে বুঝে নিন।
- VPN ব্যবহার করুন
- Tor Browser ইন্সটল করুন
- Tor Browser অ্যাপস চালু করে
- .Onion সাইট ব্রাউজ করুন
- আপনার ব্যক্তিগত তথ্য দিবেন না
আপনাদের সুবিধার্থে আমি আপনাদের আর্টিকেলের মাধ্যমে বুঝিয়ে দেয়ার চেষ্টা
করছি। আপনার ফোনে ভালো মানের একটি vpn ইন্সটল করুন এবং সেটিকে কানেক্ট করুন।
এরপরে ট্যুর বাউজার আপনার ফোনে ইন্সটল করুন এটি আপনি গুগল ক্রোম বলেন প্লে
স্টোর বলেন সব জায়গাতে পেয়ে যাবেন। এরপর অ্যাপসটি ওপেন করে দেখতে পাবেন
কানেক্ট লেখা অ্যাপসটি আপনার ফোনের সঙ্গে কানেক্ট করুন এবং কিছুক্ষণ অপেক্ষা
করুন। এরপরে সার্চবারে টাইপ করুন এবং শেষের ডট অনিয়ন দিয়ে দিন। তাহলে আপনি
সরাসরি ডার্ক ওয়েব এ প্রবেশ করে যাবেন।
ডার্ক ওয়েবে কী ধরনের সাইট থাকে
ডার্ক ওয়েবে অনেক ধরনের সাইট থাকে কিছু বৈধ আবার কিছু অবৈধ। এখন বিষয় হচ্ছে যে
কি ধরনের সাইট ডার্ক ওয়েবে থাকে এবং কোনগুলো বৈধ এবং কোনগুলো অবৈধ কিভাবে বুঝব
আমরা। তো আপনাদের সুবিধার্থে আমি ডার্ক ওয়েবে কিছু বৈধ সাইটের সঙ্গে পরিচয়
করিয়ে দিব এবং কিছু অবৈধ সাইটের সঙ্গেও পরিচয় করিয়ে দেবো।
ডার্ক ওয়েব এর কিছু বৈধ সাইট:
- ProPublica(.onion) - ইনভেস্টিগেটিভ রিপোর্টিং
- SercureDrop(.onion) - সাংবাদিকদের জন্য নিরাপদ এবং তথ্য শেয়ার প্ল্যাটফর্ম
- BBC Tor Mirror(.onion) - সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে অবা তথ্য প্রবেশের ব্যবস্থা
ডার্ক ওয়েব এর কিছু ঝুঁকিপূর্ণ ও অবৈধ সাইটঃ
- ড্রাগ ও নেশাদ্রব্য বিক্রয় সাইট
- অস্ত্র বিক্রয় প্ল্যাটফর্ম
- হ্যাকিং সার্ভিস ডেটাবেজ বিক্রয় সাইট
- চোরাই পণ্য বিক্রয় ও ক্রয় সাইট
- এডাল্ট কনটেন্ট ভিডিও সাইট
- সন্ত্রাসবাদ ও চরমপস্থি ফোরাম
এখন হয়তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ডার্ক ওয়েব এর কোনগুলো বৈধ সাইট এবং
কোনগুলো অবৈধ সাইট। তারপরেও যে শুধু এই কয়টায় সাইট আছে ডার্ক ওয়েবে এটা মনে
করলে হবে না। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কয়েকটি ওয়েবসাইটের সঙ্গে আপনাদের
পরিচয় করিয়ে দিলাম। তবে আপনি যদি কোন বেআইনি কাজ করতে চান তাহলে ডার্ক ওয়েব
আপনার জন্য উপযোগী। কারণ এখানে আপনি যেকোনো ধরনের কাজ করলে আপনার পরিচয় গোপন
রাখতে সাহায্য করবে এবং এখানে আপনি অবৈধ কাজের সকল জিনিসপত্র পেয়ে যাবেন।
ডার্ক ওয়েবে কাজ করে আয় করা যায় কি
ডার্ক ওয়েবে কাজ করে আয় করা সম্ভব। কিন্তু ডার্ক ওয়েবে আয় করার ৯৫% উপায়ে
অবৈধ, ঝুঁকিপূর্ণ, শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে। তবে কিছু আইনসম্মত ও নিরাপদ
উপায় আছে যদি আপনি সচেতন ও দক্ষ হন। তাহলে আপনি আয় করতে পারবেন। আমি আপনাদের
সুবিধার্থে দুটি উপায়ে কিভাবে ইনকাম করা যাই সে সম্পর্কে আলোচনা করব। নিচে
সুন্দরভাবে দেখে নিন।
- আরো পড়ুনঃ অ্যাপ দিয়ে টাকা ইনকামের সেরা ১০ টি উপায়
অবৈধ ও বিপদজনক উপায়ে আয় করার উপায় ডার্ক ওয়েবেঃ
- হ্যাকিং সার্ভিস দিয়ে আয়
- চোরাই পণ্য বিক্রয়
- চোরাই তথ্য বা ক্রেডিট কার্ড বিক্রি
- ড্রাগস বা অস্ত্র বিক্রি
- চাইল্ড অ্যাবিউজ কনটেন্ট ছড়ানো
- স্ক্যাম, ফিশিং ও ব্ল্যাকমেইল
- জাল ডকুমেন্ট বিক্রি
ডার্ক ওয়েবে বৈধ উপায়ে ইনকাম করার কিছু উপায়ঃ
- সাইবার সিকিউরিটি
- কনটেন্ট ক্রিয়েশন ও ব্লগিং
- ফ্রিল্যান্সিং সার্ভিস
- ওপেন সোর্স গোয়েন্দা তথ্য বিশ্লেষণ
- প্রশাসনের কাজে হেল্প করা
ডার্ক ওয়েবে কাজ করে আয় করার উপায় সম্পর্কে আপনারা হয়তো বুঝে গেছেন। তবে
আমি আপনাদের বলব যে আপনারা ডার্ক ওয়েবে ইনকাম করার চিন্তাভাবনা মাথা থেকে বের
করে ফেলেন এবং আপনারা সরাসরি গুগল প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার কোন সোর্স
খোঁজেন। তারপরেও আমি আপনাদেরকে ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে ডেক্সটপ
ল্যাপটপ দিয়ে ইনকাম করার উপায় সম্পর্কে বলে দিতে পারি। বৈধ উপায়। তোর নিচে
আমার আরো কনটেন্ট আছে কিংবা আপনারা চাইলে আমার ব্লগের অনেক অনলাইন ইনকাম
সম্পর্কে কনটেইন লেখা আছে সেগুলো পড়ে আসতে পারেন এবং ইনকাম শুরু করতে
পারেন।
ডার্ক ওয়েব ব্যবহার কি নিরাপদ
ডার্ক ওয়েব ব্যবহার নিরাপদ নয়। এটি অনেক ঝুঁকিপূর্ণ আপনি যদি সতর্ক না থাকেন
কিংবা আপনি যদি অভিজ্ঞ না হন। তবে আপনারা যদি সতর্কতার সঙ্গে কাজ করেন তাহলে এটি
নিরাপদ। তারপরেও সাধারণ মানুষের জন্য এটি বেআইনি। তবে আপনি ভাল কাজে যদি ব্যবহার
করেন তাহলে এটি নিরাপদ যেমন গবেষণার ক্ষেত্রে সাংবাদিকদের ক্ষেত্রে এবং প্রশাসনের
ক্ষেত্রে। তো ডার্ক ওয়েব কেন ঝুঁকিপূর্ণ সে বিষয়ে জানা দরকার।
ডার্ক ওয়েবে এমন অনেক লিংক আছে যেগুলোতে আপনি ক্লিক করলে আপনার মোবাইল ফোনের
কিংবা ডেক্সটপ এর পার্সোনাল জিনিস এবং সকল ডাটাবেজ চলে যাবে হ্যাকারদের কাছে।
আবার যে শুধু লিংকে ক্লিক করলে হবে তা না ডার্ক ওয়েবে এমন অজানা অনেক জিনিস আছে
যেগুলোতে আপনি ক্লিক করা মাত্রই আপনার মোবাইল ফোনের বলেন ডেক্সটপ এর বলেন
পার্সোনাল জিনিস হ্যাকারদের কাছে চলে যাবে। এবং তারা আপনাকে ব্ল্যাকমেল করবে এবং
আপনার কাছ থেকে টাকা নিবে আবার আপনার ব্যাংক ডিটেলস অনলাইন ব্যাংকিং সম্পর্কে সকল
তথ্য ওদের কাছে চলে যাবে ওরা সেগুলো হ্যাক করে আপনার সকল টাকা-পয়সা নিয়ে
নিবে।
তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এখন যে ডার্ক ওয়েব ব্যবহার করা কেন
ঝুঁকিপূর্ণ। তারপরে আমি একটা কথা বলি আপনারা যদি ভালো কাজে ব্যবহার করতে চান
তাহলে ব্যবহার করতে পারেন কিন্তু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। যেন আপনাকে
কেউ ধরতে না পারে যে আপনি ডার্ক ওয়েব এই সকল কাজ করছেন। প্রথমত ডার্ক ওয়েব এ
কাজ করার জন্য আপনাকে ভালো মানের একটি vpn কিনতে হবে এতে আপনার লোকেশন চেঞ্জ করতে
সাহায্য করবে। কোন প্রশাসনের লোক আপনাকে ট্র্যাক করে খুঁজে পাবেনা। আর আপনি যদি
বৈধ উপায় ইনকাম করতে চান তাহলে আপনার নিজস্ব আইপি ব্যবহার করলেও কোন সমস্যা নেই।
ডার্ক ওয়েবে কোন কোন লিগ্যাল সাইট আছে
ডার্ক ওয়েবে কোন কোন লিগ্যাল সাইড আছে। আমি আপনাদের ইতিমধ্যেই তিনটা ডার্ক ওয়েব
লিগেল ওয়েবসাইট সম্পর্কে বলেছে। এখন আমি আপনাদেরকে আরেকটু বলবো যে ডার্ক ওয়েব
এর প্রথম লিগ্যাল সাইট হল প্রো পাবলিক এটি ইনভেস্টিভেটিভ রিপোর্ট রিপোর্টিং
প্ল্যাটফর্ম। যেখানে গোপন নিউজ আদান-প্রদান করা হয় এবং পাবলিশ করা হয়। তারপরেও
আমি আপনাদের সুবিধার্থে কিছু লিগ্যাল সাইট দিয়ে দিলাম।
- ProPublica(.onion) - ইনভেস্টিগেটিভ রিপোর্টিং
- SercureDrop(.onion) - সাংবাদিকদের জন্য নিরাপদ এবং তথ্য শেয়ার প্ল্যাটফর্ম
- BBC Tor Mirror(.onion) - সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে অবা তথ্য প্রবেশের ব্যবস্থা
- ProtonMail(.onion)(Tor Access)
- DuckDuckGo(.onion) - প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন
- Riseup(.onion) - এনক্রিপ্টেড ইমেইল ও অনলাইন টুলস
- The Hidden Wiki(.onion) - সাইটের একটি ডিরেকটিভ বা লিস্ট।
ডার্ক ওয়েবে এই সকল সাইটগুলো লিগেল। এবং এখানে লিগেল সাইড গুলো প্রশাসনের এবং
সাংবাদিকের ই বেশি। কারণ প্রশাসনের অনেক তথ্য আছে যেগুলো ডার্ক ওয়েব এর
মাধ্যমে আদান-প্রদান করা হয়। এবং এই ডার্ক ওয়েব আদান প্রদান করার মাধ্যমে এ
সকল তথ্যগুলো লিক হয় না। কিংবা সাধারণ মানুষ জানতে পারে না। আপনারা চাইলে
ডার্ক ওয়েবে এ সকল সাইটগুলোতে নির্ভয়ে কাজ করতে পারেন এবং এ সকল সাইটগুলোতে
নির্ভয়ে ভিজিট করতে পারবেন।
Tor Browser কী এবং কেন দরকার
Tor Browser হল একটি বিশেষ ধরনের ওয়েব ব্রাউজার। এ ব্রাউজার ইউজ করলে আপনার
পরিচয় আইপি এড্রেস লোকেশন হিস্টরি গোপন রাখে। এবং ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব যেমন
(.Onion) এ সকল ব্রাউজারে প্রবেশ করতে কিংবা এক্সেস করতে সাহায্য করে। তারপরেও
আপনাদের সুবিধার্থে বলি। আপনি যদি ডার্ক ওয়েব পে প্রবেশ করতে চান তাহলে আপনাকে
এই Tor Browser অ্যাপসটি আপনার ফোনে ইন্সটল করতে হবে। তাহলে আপনি ডার্ক
ওয়েবে ঢুকতে পারবেন।
তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে Tor Browser কি এবং কেন ব্যবহার করতে হয়।
আবার আপনি যে শুধু ড্রিপ ওয়েব এবং ডার্ক ওয়েব এ প্রবেশ করা যায় সেটা নয়।Tor
Browser যেকোনো ধরনের নিউজ ডিলিট করা রিমুভ করা কিংবা ব্লক করে দিলে সে সকল
নিউজগুলো দেখার জন্য এই Tor Browser ব্যবহার করা হয়। আবার google বা
ফেসবুকের মতো প্লাটফর্ম যেভাবে আপনার ডেটা ট্র্যাক করে Tor Browser তা করে না।
তাহলে হয়তো আপনি এখন সম্পূর্ণ বুঝতে পেরেছেন এই Tor Browser কাজটা কি ও কেন
দরকার।
ডার্ক ওয়েব ব্যবহার করলে কি পুলিশ ট্র্যাক করতে পারে
হ্যাঁ। ডার্ক ওয়েব ব্যবহার করলে পুলিশ আপনাকে ট্র্যাক করতে পারবে এবং কিছু
গোয়েন্দা সংস্থা ও আপনাকে ট্র্যাক করতে পারবে। বিশেষ করে আপনি যদি ভুল করে
থাকেন। বাহ কোন কিছুর টার্গেট করে ডার্ক ওয়েবে অনুসন্ধান চালান। তবে Tor Browser
কিছুটা গোপনীয়তা দিলেও এটি ১০০% নিরাপদ নয়। তাই ডার্ক ওয়েবে কাজ করার আগে
অবশ্যই মাথায় রাখতে হবে যদি অবৈধ কোন কাজ করেন তাহলে আপনার সেটআপটি ঠিকঠাক মতো
দিতে হবে। তা না হলে আপনাকে পুলিশ ট্র্যাক করে ধরে ফেলতে পারবে।
পুলিশ আপনাকে কিভাবে ট্র্যাক করে ধরে ফেলতে পারে কিছু উদাহরণঃ
- আপনি যদি vpn ব্যবহার না করেন কিংবা ভুল ট্যুর সেটআপ করেন তাহলে আপনার আইপি এডসেন্স ফাঁস হয়ে যাবে
- ড্রাগ ওয়েবে অনেক লিংক আছে যেখানে আপনি ক্লিক করলে আপনার ডিভাইস হ্যাকারদের কাছে কিংবা প্রশাসন এর কাছে চলে যাবে এবং তারা নিয়ন্ত্রণ করে আপনাকে ধরে ফেলবে
- আপনি যদি ড্রাগস, হ্যাকিং, অস্ত্র, বা শিশু পর্নোগ্রাফির মত অপরাধে যুক্ত হন। তখন পুলিশ অনলাইন sting operation আপনাকে ধরে ফেলবে।
- আপনার নেটওয়ার্ক অন্য কেউ ব্যবহার করলে যেমন আপনার ওয়াইফাই আপনি ব্যতীত অন্য কেউ ব্যবহার করলে আপনাকে ধরে ফেলবে।
- আপনি যদি Tor সেটআপ দিয়ে ড্রার্ক ওয়েব ব্যবহার করতে করতে ভুলক্রমে গুগল ক্রোম কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে যান তাহলে আপনার আইপি এড্রেস ফাঁস হয়ে যাবে।
এখন আপনি হয়তো সুন্দরভাবে বুঝে গেছেন যে ডার্ক ওয়েব ব্যবহার করলে পুলিশ
আপনাকে ট্র্যাক করতে পারবে কিনা। এবং আমি আপনাদের সুবিধার্থে আরও সুন্দরভাবে
বুঝিয়ে দিয়েছি যে পুলিশ আপনাকে কিভাবে ট্র্যাক করে ধরে ফেলতে পারবে। তবে আপনি
চাইলে পুলিশের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার সেটআপ যদি নিরাপদ হয়। আবার
কিছু টাকা খরচ করে আপনি যদি একটি সার্ভার কিনেন তাহলে আপনাকে পুলিশ ট্র্যাক
করতে পারবে না এবং কোন সময়ই আপনাকে ধরতে পারবে না।
ডার্ক ওয়েবে প্রবেশ করা কি আইন নিষিদ্ধ
হ্যাঁ, ডার্ক ওয়েব প্রবেশ করা আইন নিষিদ্ধ নয়। তবে আপনি ডার্ক ওয়েব কি ধরনের
কাজ করছেন তাই নির্ধারিত করবে যে ডার্ক ওয়েবে প্রবেশ নিষিদ্ধ কিনা। তবে Tor
Browser ব্যবহার করে ডার্ক ওয়েবে বৈধ সাইট এ প্রবেশ করা যাবে। কিন্তু আপনি যদি
অবৈধ কোন সাইডে প্রবেশ করেন তাহলে আপনার জন্য সমস্যা হতে পারে। ডার্ক ওয়েব
ব্যবহারের ক্ষেত্রে আপনি চাইলে গোপনীয়তা রক্ষা করতে পারবেন সাংবাদিকতার কারণে।
ডার্ক ওয়েব নিষিদ্ধ নয়। ডার্ক ওয়েব এ অবৈধ কাজ করা নিষিদ্ধ। তবে আপনি চাইলে
গবেষণা শেখার জন্য ডার্ক ওয়েব ব্যবহার করতে পারেন। ও ডার্ক ওয়েব ব্যবহার করার
নিয়ম আমার এই আর্টিকেলে আপনি পেয়ে যাবেন। তবে এতক্ষণ যদি পড়ে আছেন তাহলে ডার্ক
ওয়েবে প্রবেশ করার নিয়ম আপনি জেনে গেছেন। কারণ আমি উপরের দিকে ডার্ক ওয়েবে
প্রবেশ করার নিয়ম বলে এসেছি ইতিমধ্যেই। আশা করি আপনারা এখন হয়তো বুঝে গেছেন
ডার্ক ওয়েবে প্রবেশ করা কি আইন নিষিদ্ধ।
ডার্ক ওয়েব কী এবং কিভাবে কাজ করে - উপসংহার
ডার্ক ওয়েব কি এবং কিভাবে কাজ করে? আপনারা যারা আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ
পড়ে এসেছেন তারা এতক্ষণে বুঝে গেছেন যে ডার্ক ওয়েব কি এবং কিভাবে কাজ করে।
তারপরও আপনাদের সুবিধার্থে বলি ডার্ক ওয়েব এমন একটি ওয়েব যেটি ইন্টারনেট জগতের
অন্ধকার একটি রুম বললে চলে। যেখানে আপনার গোপনীয়তা রক্ষা করবে এবং অবৈধ কাজ করার
অন্যতম একটি প্ল্যাটফর্ম বললেই চলে। যেমন চোরাই মাল বিক্রি করার। অবৈধ কাগজপত্র
জাল ডকুমেন্ট ক্রয় বিক্রয় করার দোকান কিংবা প্ল্যাটফর্ম।
- আরো পড়ুনঃ অনলাইনে ইনকাম করার ২০ টি সহজ উপায়
আজকের এই আর্টিকেলে আমি আপনাদের যে সকল নিউজগুলো দিয়ে এসেছি সে সকল নিউজগুলো হল
ডার্ক ওয়েব কি এবং কিভাবে কাজ করে/ডার্ক ওয়েব এর পার্থক্য/টুল ব্রাউজার কি এবং
কেন দরকার। আরো অনেক ধরনের বিষয় সম্পর্কে এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে। তবে
আমি আশা করব এই আর্টিকেলটি পড়ে আপনাদের অনেক উপকার হবে। এবং ডার্ক ওয়েব
সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আজকের আর্টিকেলটি এতোটুকুই আর্টিকেলে কোন
ভুল করে থাকলে ধরিয়ে দিবেন শুধরে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url